উজিরপুরে বেপরোয়া গতির ট্রলির চাপায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নিহত
- আপডেট সময় : ১১:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে বেপরোয়া গতির ইটভর্তি ট্রলির চাপায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২.৪০ টায় আব্দুল মজিদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় সোহরাব হাওলাদারের কন্যা ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নুসরাত আক্তার (১২)। সাকরাল গ্রামের কালু হাওলাদার এর বাড়ির সামনের রাস্তা পর্যন্ত আসলে তাকে (নুসরাত) বেপরোয়া গতির ইট বোঝাই ট্রলিতে চাপা দেয়, ঘটনাস্থলেই নুসরাত মারা যায় এরং ট্রলি চালক কালাম হাওলাদার(৩৫) ঘাতক ট্রলিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রলিতে আগুন লাগিয়ে দেয়। আগুনের খবর শুনে উজিরপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নুসরাতের এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।