ইংল্যান্ড দলের ভারত সফর, আতঙ্কে তারকা
- আপডেট সময় : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক — দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে এ মাসেই ভারত সফরে যাওয়ার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংল্যান্ড দল। তবে ভারতে গিয়ে কোনো প্রস্ততি ম্যাচ না খেলেই সিরিজ শুরু করবে ইংরেজরা। ইংল্যান্ড দলের এই সফর নিয়ে আতঙ্কিত ইংলিশ সাবেক তারকা ব্যাটসম্যান মার্কু চুসার। তিনি বলেছেন ভারতের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারানো চ্যালেঞ্জিং। প্রস্তুতির ঘাটতি থাকলে নিশ্চিত হার।
মার্ক বুচার বলেন, ‘আমি যদি এই দলে থাকতাম সত্যি কথা বলতে আতঙ্কিতই হয়ে যেতাম। তার কারণ দলের বেশিরভাগ খেলোয়াড় গত জুলাইয়ের পর আর টেস্ট ম্যাচ খেলেনি। দীর্ঘ বিরতির পর ভারতে গিয়ে খেলবে।’
তিনি আরও বলেন, ‘সিরিজের আগে অনুশীলন হবে, সেটা জরুরি। কিন্তু মাঠে নেমে ক্রিজে গিয়ে গার্ড নেওয়া, রান করা। নিজের উইকেট মূল্যবান ভাবা- এসব ব্যাপার আছে। লম্বা সময় প্রতিযোগিতার মধ্যে না রাখা আমাকে ভাবনায় ফেলছে।’
বুচার বলেন, ‘গত গ্রীষ্মেও অ্যাশেজের আগে এমন হয়েছিল। অ্যাশেজ খেলতে নেমে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়, পরে ঘুরে দাঁড়ায়। এবার ভারত সফরে ইংল্যান্ড দলে অভিজ্ঞতার অভাব আছে। ভালো স্পিনার কেউ নেই। ভারত তাদের দেশে হারে না। ওদের ওখানে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৮টি সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে ৪ হাজার ২৮৮ রান করেন মার্ক বুচার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরি আর ৯৫টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১৭ হাজার ৮৭০ রান।
৫১ বছর বয়সী এই সাবেক তারকা বলেন, ‘ভারতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইংল্যান্ড জিতবে এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু প্রস্তুতি না নিয়ে হেরে এলে কেউ মেনে নেবে না।’