উজিরপুরে ৪ কেজি গাজা ও ১৫০ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে পরিবহনে অভিযান চালিয়ে ৪ কেজি গাজা ও ১৫০ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ১২ জানুয়ারি শুক্রবার রাত ৮ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,বরিশাল এর সহকারী পরিচালক জনাব মোঃ এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেইডিং পার্টি গঠন করে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে গাড়ীরোদ ও তল্লাশীকালে ঢাকা টু বরিশাল মহাসড়কের উপর ঢাকা হতে বরিশালগামী গুনগুন ট্রাভেলস (যার নং-ঢাকা মেট্রো ব -১৫- ৮৭০৭) পরিবহনে সন্দেহ করে যাত্রীদের তল্লাশি করে এ সময় ৩ যাত্রীকে মাদক দ্রব্য সহ গ্রেফতার করে।তারা হলেন মোঃ সবুজ হাওলাদার (২৮)পিতা- মৃত আনসার আলী হাওলাদার , গ্রাম – চর কাউয়া, উপজেলা – বরিশাল সদর, জেলা – বরিশাল মোঃ বিপ্লব, পিতা – মোঃ আব্দুল হান্নান, গ্রাম- দৌলতপুর, উপজেলা – কুমিল্লা সদর , জেলা- কুমিল্লা,২ জনকে পেটের সাথে পেঁচানো ৪ কেজি গাজাসহ গ্রেফতার করে।মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮), পিতা-মৃত ইদ্রিস মিয়া,গ্রাম- শুভপুর, উপজেলা – কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা গ্রেফতার করেন। গাজাসহ গ্রেফতারকৃত ২ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট সহকারী পরিচালক মোঃ আব্দুল মজিদ ও ইয়াবা সহ গ্রেফতারকৃত ১ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২ টি নিয়মিত পৃথক মামলা রুজুর করেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।