বরিশাল ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ডিম মাংসের পর নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাসও উজিরপুরে জেলেদের মাঝে চাল বিতরন শুরু মঠবাড়িয়ায় হার পাওয়ার প্রকল্পের ফ্রীল্যান্সিং ২৫ প্রশিক্ষনার্থী পেল ল্যাপটপ উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ রাজাপুর অফিসার্স কল্যান ক্লাবের পক্ষ থেকে ওসি আতাউরকে বিদায়ী সংবর্ধণা ঝালকাঠিতে আদালতের নথিপত্র জালিয়াতির দায়ে আক্কাস সিকদারকে শোকজ টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর উজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ টি ল্যাপটপ চুরি দ্রব্যমূল্যের লাগামহীন দামে মধ্যবিত্তের পকেটে টান 

পাকিস্তান নিজেই নিজের ক্ষতি করছে: আর্থার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক — মিকি আর্থারের অধীনে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় আর্থারকে বিদায় করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  গত বছর ভারত বিশ্বকাপের আগে মিকি আর্থারকে পরিচালক হিসেবে ফেরায় পাকিস্তান। বিশ্বকাপে আশানুরুপ পারফরম্যান্স না হওয়ায় পুরো কোচিং স্টাফ বদলায় পিসিবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকি আর্থার বলেছেন, ‘আমি প্রতিনিয়ত দেখছি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়ে পেড়েক মারছে। প্রতিভা আছে, প্রয়োজন সঠিক কাঠামো, ভালো নেতৃত্ব। যথাযথ উপদেশের সঙ্গে চাই ধারাবাহিকতা ও স্থায়িত্ব। ২০১৬ থেকে ২০১৯, নাজামকে (নাজাম শেঠি-পিসিবির বর্তমান চেয়ারম্যান) ধন্যবাদ, তখন আমাদের কাছে এমন খেলোয়াড় ছিল, যারা প্রক্রিয়ায় বিশ্বাস করত।

আর্থার আরও বলেন, ‘আমি যখন ইনজির (ইনজামাম-উল-হক, সাবেক নির্বাচক) সঙ্গে বসতাম, যার সঙ্গে আমার দারুণ কাজের বোঝাপড়া, দল নির্বাচন করতাম, দলের সঙ্গে পরে যে আলোচনা হতো, তারা জানত একটা স্থায়ী কাঠামো আছে।’

তিনি আরও বলেন, ‘আমি ও ইনজি তাদের ধারাবাহিকতা এনে দিচ্ছিলাম। আমি একজন খেলোয়াড়কে বলতে পারি (ফখরকে উদাহরণ হিসেবে ধরা যাক) যে তুমি আগামী ১০টি ওয়ানডে খেলবে। আমরা জানি ও আমাদের ম্যাচ জেতাবে। মাঝেমধ্যে এটা অনেক ঝুঁকির। কিন্তু অন্তত খেলোয়াড়দের কাঠামোর প্রতি বিশ্বাস ছিল, নির্বাচনপ্রক্রিয়াকে বিশ্বাস করত এবং দলের জন্য খেলত।’

আর্থার আরও বলেন, ‘যদি এখানে ক্রমাগত পরিবর্তন এবং অস্থিরতা থাকে, খেলোয়াড়েরা নিজের সুরক্ষার কৌশলে চলে যায় এবং তারা নিজেদের জন্য খেলতে শুরু করে পরবর্তী সফরের কথা চিন্তা করে। এটা দেখা হতাশাজনক যে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, কোনো সঠিক উপায়ে যোগাযোগ নেই এবং তারা জানে যে বিষয়গুলো সব সময় পরিবর্তন হতে চলেছে।’

আর্থার বলেন, ‘স্থানীয়ভাবে পাকিস্তানে অনেক প্রতিভা আছে। আমরা একটি উচ্চমানের কার্যকরী কাঠামো তৈরি করেছিলাম এবং আমরা সেটা বাস্তবায়নও করতে যাচ্ছিলাম। কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তনের সঙ্গে এটি হারিয়ে গেছে। খুবই হতাশাজনক। আমি এখনো মনে করি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই গুলি করছে, তবে এটা আরও ভালো হতে পারত।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান নিজেই নিজের ক্ষতি করছে: আর্থার

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক — মিকি আর্থারের অধীনে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় আর্থারকে বিদায় করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  গত বছর ভারত বিশ্বকাপের আগে মিকি আর্থারকে পরিচালক হিসেবে ফেরায় পাকিস্তান। বিশ্বকাপে আশানুরুপ পারফরম্যান্স না হওয়ায় পুরো কোচিং স্টাফ বদলায় পিসিবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকি আর্থার বলেছেন, ‘আমি প্রতিনিয়ত দেখছি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়ে পেড়েক মারছে। প্রতিভা আছে, প্রয়োজন সঠিক কাঠামো, ভালো নেতৃত্ব। যথাযথ উপদেশের সঙ্গে চাই ধারাবাহিকতা ও স্থায়িত্ব। ২০১৬ থেকে ২০১৯, নাজামকে (নাজাম শেঠি-পিসিবির বর্তমান চেয়ারম্যান) ধন্যবাদ, তখন আমাদের কাছে এমন খেলোয়াড় ছিল, যারা প্রক্রিয়ায় বিশ্বাস করত।

আর্থার আরও বলেন, ‘আমি যখন ইনজির (ইনজামাম-উল-হক, সাবেক নির্বাচক) সঙ্গে বসতাম, যার সঙ্গে আমার দারুণ কাজের বোঝাপড়া, দল নির্বাচন করতাম, দলের সঙ্গে পরে যে আলোচনা হতো, তারা জানত একটা স্থায়ী কাঠামো আছে।’

তিনি আরও বলেন, ‘আমি ও ইনজি তাদের ধারাবাহিকতা এনে দিচ্ছিলাম। আমি একজন খেলোয়াড়কে বলতে পারি (ফখরকে উদাহরণ হিসেবে ধরা যাক) যে তুমি আগামী ১০টি ওয়ানডে খেলবে। আমরা জানি ও আমাদের ম্যাচ জেতাবে। মাঝেমধ্যে এটা অনেক ঝুঁকির। কিন্তু অন্তত খেলোয়াড়দের কাঠামোর প্রতি বিশ্বাস ছিল, নির্বাচনপ্রক্রিয়াকে বিশ্বাস করত এবং দলের জন্য খেলত।’

আর্থার আরও বলেন, ‘যদি এখানে ক্রমাগত পরিবর্তন এবং অস্থিরতা থাকে, খেলোয়াড়েরা নিজের সুরক্ষার কৌশলে চলে যায় এবং তারা নিজেদের জন্য খেলতে শুরু করে পরবর্তী সফরের কথা চিন্তা করে। এটা দেখা হতাশাজনক যে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, কোনো সঠিক উপায়ে যোগাযোগ নেই এবং তারা জানে যে বিষয়গুলো সব সময় পরিবর্তন হতে চলেছে।’

আর্থার বলেন, ‘স্থানীয়ভাবে পাকিস্তানে অনেক প্রতিভা আছে। আমরা একটি উচ্চমানের কার্যকরী কাঠামো তৈরি করেছিলাম এবং আমরা সেটা বাস্তবায়নও করতে যাচ্ছিলাম। কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তনের সঙ্গে এটি হারিয়ে গেছে। খুবই হতাশাজনক। আমি এখনো মনে করি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই গুলি করছে, তবে এটা আরও ভালো হতে পারত।’