বানারীপাড়ায় ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি!
- আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বানারীপাড়া প্রতিনিধি— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ উন্নয়ন কাজের নেইম প্লেট ভেঙ্গে ফেলা হয়েছে। ওই একই নেইম প্লেটে সদ্য সাবেক বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ছবি ও তার নাম ছিলো প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে।
দেখা গেছে ১৩ জানুয়ারি কে বা কারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন কাজের নেইম প্লেট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। ভাঙ্গা নেইম প্লেটে দেখা যায় ওয়াজেদিয়া লেখা। এটা উপজেলার ইলুহার ইউনিয়নের মধ্যে এবং নেইম প্লেটটি সরকারের উন্নয়নের জনগুরুত্বপূর্ণ একটি ব্রীজের। তবে কারা এই কাজ করেছে তা স্থানীয়রা জানাতে পারেণনি।
নেইম প্লেটটিতে বঙ্গবন্ধুর ছবির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও যুক্ত ছিলো। তবে ভাঙ্গা অংশের সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা প্রধানমন্ত্রীর ছবি ভেঙ্গে ফেলে দিয়েছে।
সচেতন মহল মনে করছেন এই উন্নয়ন কেবল একজনের জন্য নয় এটা একটি এলাকার অর্থনৈতক ব্যবস্থা ও সামাজিক বন্ধন অটুট করে, তাই যাদের হৃদয়ে জয় বাংলা শ্লোগান ধারণ করা রয়েছে তারা কখনও এমন কাজ করতে পারেণ না।
তবে যারাই এই ঘৃণিত কাজের সাথে জড়িত তাদেরকে খুঁজে বেড় করে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবী উঠেছে সচেতন মহল থেকে।