বরিশাল নগরীতে সরকারি রাস্তা বন্ধ করে অবৈধভাবে দোকান নির্মাণ
- আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বরিশাল নগরীর চক বাজার এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ভিপি কেসের সরকারি রাস্তার জায়গা অবৈধ দখলদার থেকে অবমুক্ত করার জন্য গত নভেম্বর মাসে বরিশাল জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র দেয়া হয়। তবে দুই মাস পার হলেও এর কোন সুরাহা হয়নি। তবে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যে সরেজমিন পরির্দশন করে রাস্তা উদ্ধার করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে চক বাজার এলাকার ভিপি সম্পত্তি থেকে ভিপি কেসের মাধ্যেমে অভিযুক্ত মোঃ মজিবর রহমান ও অভিযোগকারী কাজী মোশারফ হোসেন ইজারা নেন। এই ইজারাকৃত জমির পশ্চিম পাশের ৪ ফুটের একটি সরকারি রাস্তা রয়েছে। সম্প্রতি সেই রাস্তার জায়গা দখল করে রাখে মোঃ মজিবর রহমান। রাস্তার জায়গা অবমুক্তর জন্য তাকে বার বার অনুরোধ করা হলেও তিনি কর্নপাত করেনি। যার কারণে বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের এলএ শাখা ও অর্পিত সম্পত্তি সেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, এই বিষয়ে অভিযোগটি আমরা পেয়েছি। তবে নির্বাচনের জন্য আমরা এ বিষয়ে কাজ করতে পারি নি। তবে এই সপ্তাহের মধ্যে সরেজমিনে গিয়ে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করবো। তবে জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান- কোন অভিযোগ আসলে আমরা সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেই। বিষয়টি জানা ছিল না খোঁজ নিয়ে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।