স্ত্রীর দায়ের করা মামলায় ১৪ বছর সাজা, ২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৫) কে আটক করেছে র্যাব এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—৮। সে ওই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ২০০৩ সালে তার সাবেক স্ত্রী বরিশাল জেলার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বর্তমান স্ত্রী মোসাঃ নাসরিন ও তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন( মামলা নং—৪৭৭/০৩)। মামলায় আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ১৪ বছর করে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই মো. নজরুল ইসলাম ও তার বর্তমান স্ত্রী পলাতক থাকলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন— ৮ এর অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম তাকে গতকাল ঢাকার উত্তরা থেকে আটক করে নলছিটি থানায়(বুধবার) হস্তান্তর করেন। মামলার অন্য সাজাপ্রাপ্ত আসামি মোসা: নাসরিন পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তাকে আগামীকাল( বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরন করা হবে।