বিচ্ছেদ গুঞ্জনের মাঝে আবার বিয়ে করলেন শোয়েব মালিক
- আপডেট সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক— অনেকদিন ধরেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছিল পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের। যা নিয়ে দু’জন সরাসরি কোনো মন্তব্য না করলেও, সাম্প্রতিক সময়ে তাদের আচরণে জল কতদূর গড়িয়েছে— টের পাওয়া যায়। এবার হাটে হাড়ি ভাঙলেন শোয়েব মালিক। দ্বিতীয় স্ত্রী সানা’র সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিয়ের দুটি ছবি শেয়ার করেছেন। এখন ক্রিকেট ভক্তদের প্রশ্ন— কে এই সানা জাভেদ?
সানা পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী, যার শুরুটা হয়েছিল উর্দু টেলিভিশনে কাজের মাধ্যমে। ২০১২ সালে ‘শেহর-ই-জাত’— অভিনয়ের মাধ্যমে তারা অভিষেক হয়। এরপর আরও অনেকগুলো টিভি সিরিয়ালে দেখা যায় সানাকে। তবে রোমান্টিক ঘরানার নাটক ‘খানি’তে অভিনয়ের মাধ্যমে তিনি বড় করে খবরের শিরোনামে আসেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য এরপর ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড’ জেতেন সানা। সামাজিক ঘটনা নির্ভর নাটক ‘রুশাই’ এবং ‘ডাঙ্ক’— এ অভিনয় করেও প্রশংসিত হন এই অভিনেত্রী।