বরিশাল ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

নলছিটিতে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া

নাঈমুর রহমান ছরোয়ার
  • আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই ঝালকাঠির নলছিটিতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। বিশেষ করে নলছিটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে।সংসদ নির্বাচনের পর পৌরসভাসহ উপজেলার সর্বত্র চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজারে বইছে উপজেলা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছে এ নিয়ে চলছে সরগরম আলাপ আলোচনা।

নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই।

সুগন্ধা নদীর পাস ঘিরে গড়ে ওঠা নলছিটি উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নিয়ে গঠিত। এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৮৩ জন এবং মহিলা ভোটার ৮১ হাজার ১৮৪ জন।

উপজেলা পরিষদ নির্বাচন আ.লীগ, জাকের পার্টি, জাতীয় পার্টিসহ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন প্রার্থী ইতিমধ্যে ভোটার সাথে কুশল বিনিময় করছেন এবং শুভেচ্ছা জানিয়ে জনবহুল স্থানগুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন।
তবে আ.লীগের দলীয় প্রতীক থাকবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আ.লীগ দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সহ সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ উপজেলায় বিএনপি, জাতীয় পার্টি থেকে অন্য কোনো দলের প্রার্থী এখনো সক্রিয় না থাকায় আ.লীগ ও জাকের পার্টি প্রতিদ্বন্দ্বী থাকছে।

এবারের নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল তারা হলেন- ঝালকাঠি জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি, নলছিটি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান সহ নাম উঠে এসেছে ডজন খানেক প্রার্থীদের, এদের মধ্যে রয়েছে, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দিন খান সেলিম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. ইন্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা এ্যাডভোকেট মোশাররফ হোসেন, রানাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. এম আলম খান কামাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারনা চালাচ্ছেন!

সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। দোয়া চেয়ে শুভেচ্ছা ব্যানার ও পোস্টার সাঁটাচ্ছেন। মসজিদ, মন্দিরগুলো নগদ অর্থ দান করছেন। এসব সম্ভাব্য প্রার্থীদের ভোটারদের মাঝে জল্পনা-কল্পনা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

নলছিটিতে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া

আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই ঝালকাঠির নলছিটিতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। বিশেষ করে নলছিটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে।সংসদ নির্বাচনের পর পৌরসভাসহ উপজেলার সর্বত্র চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজারে বইছে উপজেলা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছে এ নিয়ে চলছে সরগরম আলাপ আলোচনা।

নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই।

সুগন্ধা নদীর পাস ঘিরে গড়ে ওঠা নলছিটি উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নিয়ে গঠিত। এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৮৩ জন এবং মহিলা ভোটার ৮১ হাজার ১৮৪ জন।

উপজেলা পরিষদ নির্বাচন আ.লীগ, জাকের পার্টি, জাতীয় পার্টিসহ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন প্রার্থী ইতিমধ্যে ভোটার সাথে কুশল বিনিময় করছেন এবং শুভেচ্ছা জানিয়ে জনবহুল স্থানগুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন।
তবে আ.লীগের দলীয় প্রতীক থাকবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আ.লীগ দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সহ সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ উপজেলায় বিএনপি, জাতীয় পার্টি থেকে অন্য কোনো দলের প্রার্থী এখনো সক্রিয় না থাকায় আ.লীগ ও জাকের পার্টি প্রতিদ্বন্দ্বী থাকছে।

এবারের নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল তারা হলেন- ঝালকাঠি জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি, নলছিটি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান সহ নাম উঠে এসেছে ডজন খানেক প্রার্থীদের, এদের মধ্যে রয়েছে, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দিন খান সেলিম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. ইন্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা এ্যাডভোকেট মোশাররফ হোসেন, রানাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. এম আলম খান কামাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারনা চালাচ্ছেন!

সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। দোয়া চেয়ে শুভেচ্ছা ব্যানার ও পোস্টার সাঁটাচ্ছেন। মসজিদ, মন্দিরগুলো নগদ অর্থ দান করছেন। এসব সম্ভাব্য প্রার্থীদের ভোটারদের মাঝে জল্পনা-কল্পনা চলছে।