বরিশাল ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ও বাইকে অগ্নিসংযোগ, ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ বরিশালে পুলিশ বক্সে হামলা অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আক্রমণ না করার শর্তে ববি ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি উজিরপুরে কোটা বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলায় কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাবা মুক্তিযোদ্ধা না তবু ও কোটায় চাকরি তিন ছেলের যমুনা গ্রুপের চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ভোলায় হাসপাতালে লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন, স্বজনদের দাবি হত্যা নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

বানারীপাড়ায় প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো অন্য মাদক ব্যবসায়ী ও সহযোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি— বরিশালের বানারীপাড়ায় অস্ত্র ও মাদক দিয়ে উপজেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিলকে ফাঁসাতে গিয়ে তার চির প্রতিদ্বন্দ্বী আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম ফেঁসে গেছে। শাকিল এক সময় সোহেলের সহযোগী ছিলো বলে জানাগেছে। তার (সোহেলের) মাদক ব্যবসা পরিচালনা করতো।

জানা যায়, শাকিল কয়েক বছর পর গুরুর কাছ থেকে স্টকে পড়ে নিজেই শুরু করেণ সর্বনাশা মাদক ব্যবসা। সেই থেকে গুরু আর শীষ্যের মধ্যে দা-কুমড়া সম্পর্ক বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

জানাগেছে, একটি বিদেশী রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের সহযোগী শামিম হাওলাদার (২২) কে গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৫ টার দিকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শীর্ষ ও আদি মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল বানারীপাড়ার মহিষাপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে। শামিম বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শামিম হাওলাদার ফোন করে তাদেরকে জানায় বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে আফসার হাওলাদারের ছেলে বালু শ্রমিক শাকিলের বাড়ির রান্না ঘরের চালার মধ্যে অস্ত্র ও ফেন্সিডিল রয়েছে।

এ খবর পেয়ে বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল, উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবির ও সহকারি উপ-পরিদর্শক রাজিব পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ভোর ৫ টার দিকে বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়।

এ সময় শাকিলদের রান্না ঘরের চালার মধ্যে একটি রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিল তাদের দেখিয়ে দেয় শামিম। এতে তাদের সন্দেহ হলে তারা ইনফরমার শামিমকে আটক করেন।

জিঙ্গাসাবাদের এক পর্যায়ে শামিম অকপটে স্বীকার করে শীর্ষ মা
ঋক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল একই গ্রামের শাকিলকে ফাঁসাতে তাকে দিয়ে ওই রিভলবার ও ফেন্সিডিল ওই স্থানে রাখিয়েছে। এর বিনিময়ে তাকে (শামিমকে) অর্থ দেয়া হয়েছে।

এ ব্যপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল জানান, শামিমের স্বীকারোক্তি অনুযায়ী তাৎক্ষণিক ল্যাংডা সোহেলের বাাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো অন্য মাদক ব্যবসায়ী ও সহযোগী

আপডেট সময় : ১২:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বানারীপাড়া প্রতিনিধি— বরিশালের বানারীপাড়ায় অস্ত্র ও মাদক দিয়ে উপজেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিলকে ফাঁসাতে গিয়ে তার চির প্রতিদ্বন্দ্বী আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম ফেঁসে গেছে। শাকিল এক সময় সোহেলের সহযোগী ছিলো বলে জানাগেছে। তার (সোহেলের) মাদক ব্যবসা পরিচালনা করতো।

জানা যায়, শাকিল কয়েক বছর পর গুরুর কাছ থেকে স্টকে পড়ে নিজেই শুরু করেণ সর্বনাশা মাদক ব্যবসা। সেই থেকে গুরু আর শীষ্যের মধ্যে দা-কুমড়া সম্পর্ক বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

জানাগেছে, একটি বিদেশী রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের সহযোগী শামিম হাওলাদার (২২) কে গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৫ টার দিকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শীর্ষ ও আদি মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল বানারীপাড়ার মহিষাপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে। শামিম বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শামিম হাওলাদার ফোন করে তাদেরকে জানায় বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে আফসার হাওলাদারের ছেলে বালু শ্রমিক শাকিলের বাড়ির রান্না ঘরের চালার মধ্যে অস্ত্র ও ফেন্সিডিল রয়েছে।

এ খবর পেয়ে বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল, উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবির ও সহকারি উপ-পরিদর্শক রাজিব পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ভোর ৫ টার দিকে বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়।

এ সময় শাকিলদের রান্না ঘরের চালার মধ্যে একটি রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিল তাদের দেখিয়ে দেয় শামিম। এতে তাদের সন্দেহ হলে তারা ইনফরমার শামিমকে আটক করেন।

জিঙ্গাসাবাদের এক পর্যায়ে শামিম অকপটে স্বীকার করে শীর্ষ মা
ঋক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল একই গ্রামের শাকিলকে ফাঁসাতে তাকে দিয়ে ওই রিভলবার ও ফেন্সিডিল ওই স্থানে রাখিয়েছে। এর বিনিময়ে তাকে (শামিমকে) অর্থ দেয়া হয়েছে।

এ ব্যপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল জানান, শামিমের স্বীকারোক্তি অনুযায়ী তাৎক্ষণিক ল্যাংডা সোহেলের বাাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।