সংবাদ শিরোনাম ::
সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগ প্রধানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ জুনায়েদ খান সিয়াম
- আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
বরিশালঃ বরিশালের স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর একে এম নুরুল করিম এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় কলেজের সমাজকর্ম বিভাগের একটি কক্ষে শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধান এ কে এম নুরুল করিম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাঃ শফিকুর রহমান, খন্ডকালীন শিক্ষক মোঃ মিজানুর রহমান শিপন।এসময় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জুনায়েদ খান সিয়াম। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম নুরুল করিম শিক্ষক ও শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের দোয়া কামনা করেন। এ সময় বিভাগীয় প্রধান মুহাঃ শফিকুর রহমান ও প্রভাষক মোঃ নুরুল আলম ও খন্ডকালীন শিক্ষক মোঃ মিজানুর রহমান শিপন বলেন- স্যারের দীর্ঘদিনের শিক্ষকতার পেশায় ছিল শতভাগ পবিত্রতা ও সততা। একজন সৎ আদর্শবান খোদাভীরু ব্যাক্তিকে হাতেম আলী কলেজ পরিবার সর্বদা মনে রাখবে।আমরা সর্বদা তার সুস্থতা ও নেক হায়াত কামনা করি। পরে শিক্ষক- শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।