বানারীপাড়ায় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
বানারীপাড়া প্রতিনিধি— বরিশালের বানারীপাড়ায় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি রবিবার বরিশাল জেলা গোয়েন্দা শাখা(ডিবি’র) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া নামক স্থানের শরিফ বাড়ীর সামনে থেকে রিক্সা চালক
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা তালতলা গ্রামের মৃত মোঃ হাসান খানের ছেলে মোঃ জাহিদ খান(৪৫)কে সকাল ৯ টা ১০ মিনিটের দিকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে বরিশাল জেলা ডিবি’র উপ-পরিদর্শক(এস আই) কাজী ওবায়েদুল কবিরের নেতৃত্বে সহ-সহকারী উপ-পরিদর্শক( এ এস আই) রাজিব পাল, সঙ্গীয় ফোর্স মসিউর রহমান,সোহাগ,তানভীন ও ইমরান অভিযান পরিচলনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামী জাহিদ খানকে বানারীপাড়া থানায় সোপর্দ করে, পরে জেলা ডিবি’র উপ-পরিদর্শক(এস আই) কাজী ওবায়েদুল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।তাকে আগামী ৫ ফেব্রুয়ারি বরিশাল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।