মঠবাড়িয়ায় বিনা অনুমতিতে অনুপস্থিত জনস্বাস্থ্য অফিসের একাধিক কর্মচারী
- আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ৩ কর্মচারীর বিরুদ্ধে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। কোন ধরনের আবেদন ও ছুটি মঞ্জুর ছাড়াই মাসের পর মাস অনুপস্থিত থাকেন এসব কর্মচারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী সহ ৭ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। এরমধ্যে অফিস সহায়ক রয়েছে ১ জন আর মেকানিক ৪ জন। বছরের অধিকাংশ সময়ই মেকানিকরা সরকারী এ কর্মস্থলে অনুপস্থিত থেকে ব্যবসা বানিজ্য সহ অন্যান্য লাভজনক পদে নিয়োজিত থাকেন। অফিসের বসকে ম্যানেজ করে কৌশলে পুরো মাসের বেতনই নিয়মিতভাবে উত্তোলন করেন তারা।কেউ খোঁজ নিলে অফিস থেকে দেওয়া হয় মনগড়া তথ্য।কারো কথা বলা হয়-জরুরী কাজে পিরোজপুর এক্সিয়েন অফিসে গেছে, কারো কথা বলা হয়-ছুটিতে রয়েছে। তবে ছুটির কোন আবেদন নেই তাদের।
১০ ফেব্রুয়ারি (সোমবার) বিনা ছুটিতে অনুপস্থিত কম্পিউটারম্যান মামুন নিজেকে অসুস্থ বলে দাবি করেন।অসুস্থতার কারনে কর্মস্থলে না এসে চিকিৎসকের কাছে গেছেন বলে জানান তিনি। তবে অফিসে ছুটির কোন আবেদন নেই তার।
হাসান নামে একজন মেকানিক সাময়িক বরখাস্ত আছে বললেও সাময়িক বরখাস্তের কোন চিঠি দেখাতে পারেনি অফিস কর্তৃপক্ষ।মেকানিক সরোয়ার ছুটিতে রয়েছেন বিনা অনুমতিতেই। আর এভাবে শুধু একদিন নয় বছরের অধিকাংশ সময়ই দেখা মেলে না তাদের।অজ্ঞাত কারনেই নিরব থাকেন ওই অফিসের দায়িত্বশীল কর্মকর্তা সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার লিটন।
যদিও সরকারী কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন সরকারী কর্মচারী অফিস চলাকালীন অফিস ত্যাগ করতে পারবেন না।
এ ব্যাপারে সহকারী ওই প্রকৌশলী জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।