বরগুনায় সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আালোচনা সভা
- আপডেট সময় : ০৭:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি— বরগুনায় রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আালোচনা সভা অনুষ্ঠিত।
১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১১ ঘটিকার বরগুনা আরডিএফ হল রুমে সুন্দরবন একাডেমীর সহায়তায় উন্নয়ন সংস্থা রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
বরগুনা সদর উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য জনাব মনির হোসেন কামাল, জনাব জাকির হোসেন মিরাজ, মাহবুবুর রহমান অভি ও বেতাগী যুব ফোরামের আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না । সভায় বক্তারা উল্লেখ করেন যে, সন্দরবন জীবৈচিত্রের জীবন্ত পাঠশালা। এটি বৈশ্বিক সম্পদ। এর পরিবেশগত মুল্য কোন কিছুর সাথেই তুলনীয় নয়। তাই প্রকৃতির এ চির সবুজ সম্পদকে আমাদের বাচিয়ে রাখতেই হবে, উজ্জীবিত হতে হবে সুন্দরবন সুরক্ষায়। সভায় সুন্দরবনের গুরুত্ব বিবেচনা করে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস উদযাপনের আহবান জানানো হয়। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির ০৪ জন সদস্য বিভিন্ন ফোরাম ও ক্লাবের ৩৫ জন সদস্য।