সংবাদ শিরোনাম ::
বিশ্ব এথলেটে নলছিটি উপজেলার নাম নিয়ে যাওয়া শিশীর মৌকে সংবর্ধনা দেন ইউএনও
মো সজিব খলিফা
- আপডেট সময় : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
নলছিটি প্রতিনিধি: আমাদের কীর্তিমান সন্তান, নলছিটি উপজেলার নাম বিশ্ব এথলেটে নিয়ে যাওয়া শিশীর মৌ কে আজ সংবর্ধনা এবং সম্মাননা দিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু।। মৌ কে অনুপ্রেরণা দেয়ার এই উদ্যোগের জন্য আমাদের তার প্রতি ফের কৃতজ্ঞতা স্বীকার করা উচিৎ।। যদিও আমাদের এই মেয়ে আমাদের সম্পদ, আমাদেরই তাকে প্রথমে বরন করে নেয়া উচিৎ ছিলো। কেননা সে এই উপজেলা থেকে গিয়ে দেশের এথলেটিক্সে স্বর্নপদক জয়ী হয়ে এই উপজেলার নাম আলোকিত করেছে। কিন্তু আমরা সেটি পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি তার এই উদ্যোগের জন্য ফের কৃতজ্ঞতা প্রকাশ করছি।