বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি— আজ ১৭ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকার বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফফর্মের আহবাযক চিত্তরঞ্জন শীল সভাপতিত্বতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাড: গোলাম মোস্তফা কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফর হোসেন হাওলাদার সাধারন সম্পাদক বরগুনা প্রেসক্লাব। সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক এ্যাড: সঞ্জিব দাস ও মাহফুজা বেগম। সভায় নাগরিক প্লাটফর্ম সক্রিয় করনের লক্ষে সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং শান্তি সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিষযগুলি চিহ্নিত করেন এবং পর্যালোচনা করেন। সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করা হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ ও বিভিন্ন উদ্যেগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার ০৬ টি উপজেলার সিএসও প্রতিনিধরা তাদের মতামত ব্যক্ত করেন। সভায় বক্তারা উল্লেখ করেন যে বর্তমান সামাজিক অস্থিরতার মধ্যে যুবদের উদ্বুদ্ধ করে সামাজ শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যেগ খুবই সময়পযোগী সিদ্ধান্ত। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওযার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর ও আমতলী উপজেলার যুব ফোরামের ২ জন আহবায়ক এবং জেলা নাগরিক কমিটির ৩০ জন সদস্য। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।