পটুয়াখালীতে বিশাল জন সমুদ্রের প্রতীকে প্রতীয়মান হলো ডা: শফিকুল ইসলামের মোবাইল প্রতীক
- আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি— আসন্ন পটুয়াখালী পৌরসভার নির্বাচনে আজ শুক্র বার (২৩ ফেব্রুয়ারী) পটুয়াখালী নির্বাচন অফিসের পক্ষ হতে ডা: মো: শফিকুল ইসলাম কে মোবাইল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।আগামী শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে এ মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মোবাইল প্রতীক পেয়ে ডা: শফিকুল ইসলাম বলেন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের সকল সুযোগ সুবিধা যেন মানুষ এই মোবাইল থেকে পায়।আপনারা দেখেছেন পটুয়াখালী উন্নয়ন শুধুমাত্র এক জায়গায়। এটা উদ্দেশ্য প্রনোদিত।আমি নির্বাচনে জয়ী হতে পারলে পটুয়াখালী পৌরসভার সব জায়গায় উন্নয়ন হবে।আমার পৌরসভা হবে জন বান্ধব পৌরসভা।
সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম ২০১১ সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হলেও ২০১৯ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নামে।বিপুল জনসমর্থন থাকা সত্বেও গত নির্বাচনে কেন্দ্রীয় আ’লীগের দলীয় সিদ্ধান্তে শেষ পর্যায়ে আওয়ামী মনোনীত কাজী আলমগীরকে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়ান।
তবে তার সময় কালেই পটুয়াখালী পৌরসভার আধুনিকায়নের রুপ রেখা তৈরি হয়েছিল বলে জনশ্রুতিতে জানা যায়।