বরিশাল ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ও বাইকে অগ্নিসংযোগ, ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ বরিশালে পুলিশ বক্সে হামলা অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আক্রমণ না করার শর্তে ববি ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি উজিরপুরে কোটা বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলায় কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাবা মুক্তিযোদ্ধা না তবু ও কোটায় চাকরি তিন ছেলের যমুনা গ্রুপের চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ভোলায় হাসপাতালে লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন, স্বজনদের দাবি হত্যা নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

মাদারীপুরে শিক্ষাসফরে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপান, ভিডিও ভাইরাল

বাবুল রায়
  • আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি— শিক্ষাসফরে গিয়ে মাদারীপুরের শিবচরের একটি হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে মদপান করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন শিক্ষার্থী। আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফরে এ ঘটনা ঘটে। এদিন ৪১ শিক্ষার্থীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষা সফরে যান ১৬ জন শিক্ষক—শিক্ষিকা। যাওয়ার পথে বাসে শিক্ষকদের সাথেই মদ পান করতে দেখা যায় শিক্ষার্থীদের। এই ঘটনার ভিডিও শিক্ষা সফর শেষে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় গোটা জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। জাতি গড়ার কারিগর শিক্ষকদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ অভিভাবকরা। সমালোচনার মুখে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের দাবি, বোতলগুলো মদের হলেও ভেতরে ছিলো জুস। অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ বলেন, শিক্ষার্থীরা বলেছে বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সার বানাইছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। এ ঘটনার প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, তার বাড়ি সদরপুর। তিনি আগের দিন ঢাকাতে অবস্থান করেছেন। শিক্ষাসফরে যোগ দিয়েছেন ঢাকা থেকে। এর আগে বাসের মধ্যে কী হয়েছে তা তিনি জানেন না। তিনি বাসে ওঠার পর এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কমিটিকে মঙ্গলবার প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে শিক্ষাসফরে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপান, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

মাদারীপুর প্রতিনিধি— শিক্ষাসফরে গিয়ে মাদারীপুরের শিবচরের একটি হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে মদপান করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন শিক্ষার্থী। আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসফরে এ ঘটনা ঘটে। এদিন ৪১ শিক্ষার্থীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষা সফরে যান ১৬ জন শিক্ষক—শিক্ষিকা। যাওয়ার পথে বাসে শিক্ষকদের সাথেই মদ পান করতে দেখা যায় শিক্ষার্থীদের। এই ঘটনার ভিডিও শিক্ষা সফর শেষে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় গোটা জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। জাতি গড়ার কারিগর শিক্ষকদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ অভিভাবকরা। সমালোচনার মুখে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের দাবি, বোতলগুলো মদের হলেও ভেতরে ছিলো জুস। অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ বলেন, শিক্ষার্থীরা বলেছে বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সার বানাইছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। এ ঘটনার প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, তার বাড়ি সদরপুর। তিনি আগের দিন ঢাকাতে অবস্থান করেছেন। শিক্ষাসফরে যোগ দিয়েছেন ঢাকা থেকে। এর আগে বাসের মধ্যে কী হয়েছে তা তিনি জানেন না। তিনি বাসে ওঠার পর এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কমিটিকে মঙ্গলবার প্রতিবেদন দিতে বলা হয়েছে।