সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রীয় সম্মান নিয়ে কাউখালীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের শেষ বিদায়
আকাইদুল ইসলাম সহাদ
- আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি— পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের মানিক মিয়া কিন্টারগার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৭৫) মঙ্গলবার সকালে (২৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—– রাজিউন। মৃত্যু কালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছে। মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অফ অনার। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। পরে জানাজা নামাজের পর মরহুমে গ্রামের বাড়ি উপজেলার সাহাপুরায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির,ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।