সংবাদ শিরোনাম ::
বাউফল উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
রেদোয়ান ইসলাম তামীম
- আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বাউফল প্রতিনিধি— পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর সহযোগিতায় উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি শোনিত কুমার গাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর ক্লাস্টার অফিসার রুস্তম আলী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান সহ সভায় গ্রাম সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক, সমুদ্রগামী জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।