সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর হামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু জানান, ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য আমার ড্রাইভার মো. সহিদুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানে আসি। অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় মু: মনিরুজ্জামান মনির নামের একজন সন্ত্রাসী তার দলবল নিয়ে আমার ড্রাইভারের উপর হামলা করে। এসময় উপস্থিত লোকজন একজনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং মনির পালিয়ে যায়। এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বরিশাল সময় নিউজকে জানান, ঘটনা শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।