মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
- আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
মাদারীপুর প্রতিনিধি— মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘ*র্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া’র ‘নিত্যানন্দ গোষ্মামী স্মৃতি সংঘ’ ক্লাব থেকে নড়াইলে পিকনিকে যায় অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসে সামনে বসা নিয়ে একই এলাকার সুশীন হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর কথার কাটাকাটি ও হা*তাহাতি হয়। এ নিয়ে রাতে এলাকায় উত্তেজ*নার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেয় এলাকার মুরব্বিরা। কিন্তু বৃহস্পতিবার সকালে দেশীয় অ*স্ত্রশ*স্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের দুই গ্রুপের লোকজন সংঘ*র্ষে লি*প্ত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।