হাতখরচের টাকা জমিয়ে পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ
- আপডেট সময় : ১২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি— নিজেদের হাতখরচের টাকা জমিয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরন করছে পটুয়াখালী পৌর ছাত্রলীগ। রমজানের শুরু থেকেই তাদের এই আয়োজন চলমান রয়েছে। পৌর ছাত্রলীগের এই আয়োজন চলবে পুরো রমজান মাস জুড়ে।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাতের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরন করা হচ্ছে। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির চলছে তাতে খেটে-খাওয়া মানুষের ইফতার কিনে রোজা খোলাটা কিছুটা দুর্বিষহ। এই অবস্থায় বিনামূল্যে ইফতার পেয়ে খুশী নিম্ন আয়ের মানুষেরা।
শুধু এবছর নয়, গতবছরেও পৌর ছাত্রলীগ নেতা সিফাতের উদ্যোগে রমজান মাসের প্রতিদিন ইফতার বিতরণ করেছিলো পৌর ছাত্রলীগ।
পৌর ছাত্রলীগ নেতা সিফাত বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রতিদিন পটুয়াখালী পৌর শহরের ৯ টি ওয়ার্ডে খেটে-খাওয়া নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার বিতরন করে আসছি। আমাদের হাতখরচের টাকা জমিয়ে আমরা প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলমান রাখছি। রমজানের শুরু থেকে আমরা ইফতার বিতরণ করা শুরু করেছি, যা চলবে রমজানের পুরো মাস জুড়ে।
ছাত্রলীগ নেতা হিমেল বলেন, সংকটে সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা সম্মুখে থেকে লড়াই করেছে। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তিঁনি সবসময়েই সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলাম-আছি আর ভবিষ্যতেও থাকবো।
ইফতার পেয়ে খুশী হয়ে রিক্সাচালক শাহজালাল বলেন, গত বছরেও ছাত্রলীগের ভাইয়েরা ইফতার দেছে। আমরা পাইছি। আমরা অনেক খুশী। ছাত্রলীগের ভাইদের জন্য দোয়া করি।