মির্জাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৪ মার্চ) বিকাল ৩.৩০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মির্জাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এর সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও মির্জাগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মো. ফারুক খান প্রমুখ। এছাড়াও সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।