মির্জাগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুবিদখালী সরকারি কলেজ, সুবিদখালী মহিলা কলেজ, সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সবুজ মৃধার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে আলোচনা করেন, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।