মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের প্যানেল ঘোষণা
- আপডেট সময় : ০৭:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৬১৯ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া’য় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত নেতাকর্মীদের সমর্থনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আশরাফুর রহমান উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন্নেসা নাসিমা কে দলীয়ভাবে প্যানেল ঘোষণা করা হয়।
যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে, ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, মাঠবাড়িয়া পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফ-উল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব মিজানুর রহমান মিলন প্রমুখ।
রিয়াজ উদ্দিন আহমেদ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে এবং আরিফুর রহমান সিফাত ভাইস চেয়ারম্যান হিসেবে ৫ বছর সুনামের সাথে দায়ীত্ব পালন করে আসছেন, তাহেরুন্নেসা নাসিমা মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর (১) প্যানেল মেয়র (৩) উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর এর সহধর্মিনী।