পটুয়াখালী সদর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব
- আপডেট সময় : ১২:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
রিপন কুমার দাস, পটুয়াখালী: আসন্ন পবিত্র ঈদ—উল—ফিতর উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার ধর্ম—বর্ন নির্বিশেষে সকলকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব। পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী তারুণ্যের প্রতীক, সদা বিনয়ী,পরোপকারী এই যুবলীগ নেতা বরিশাল সময় কে দেয়া এক সাক্ষাৎকারে পবিত্র ঈদ—উল—ফিতর উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার সকলের দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, “সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান” মাস শেষের দিকে। আর মাত্র কয়েকদিন পরেই ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদ—উল—ফিতর। এই পবিত্র ঈদ—উল—ফিতর পটুয়াখালী সদর উপজেলাবাসী সহ সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালো কাটুক তাদের ঈদের দিন সহ আগামীর প্রতিটি দিন। আল্লাহ তাদের সকলকে দীর্ঘায়ু দান করুন। আমি সকলকে জানাই আমার ও আমার পরিবারের পক্ষ হতে পবিত্র ঈদ—উল—ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন, “ঈদ মোবারক”।