পটুয়াখালীতে সৌদি আরবের সাথে ঈদ উদযাপন
- আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি— পটুয়াখালীতে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের ২০ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
বুধবার (১০ এপ্রিল) সকাল সারে ৯ টায় জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঈদের জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আবদুল গণি।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের অন্তত দুইশত পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মধ্যে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।
সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, বাংলাদেশে তার পর দিন ঈদ হয়। সৌদি আরবে ঈদ সোমবার হলে বাংলাদেশে তা মঙ্গলবার হবে। তবে চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার বিচ্ছিন্ন কিছু জনপদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়।