সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রাক্তন ছাত্র, শিক্ষক ও এতিমদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, মাদ্রাসার অধ্যক্ষ আবুসালে মোহাম্মদ খাইরুল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা শামসুদ্দোহা নেছারী, অডিটর মাওলানা আব্দুল বারী, কোষাধক্ষ্য মোঃ মুজিবুর রহমান, দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের সদস্য মো: নেয়ামত উল্লাহ, মো: মাসুদ আলম রুবেল, মো: আবু রায়হান মো: আহমাদুল্লাহ, মোঃ আব্দুল আজিম ও সানাউল্লাহ প্রমুখ।
ইফতারের পূর্বে দারুসুন্নত ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও এতিমখানর সম্পাদক মাওলানা শামসুদ্দোহা নেছারী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।