গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থনে বার্থীতে কর্মী সমাবেশ
- আপডেট সময় : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি— আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তৃতীয় বারের পৌর মেয়র মো.হারিছুর রহমানের সমর্থনে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী পৌর মেয়র মো. হারিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, যুগ্ম-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরদার। উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান’র সঞ্চালনায় সমাবেসে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল সরকার, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপির সাবেক চেয়ারম্যান শাহ্জাহান প্যাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. স্বপন হাওলাদার, বার্থী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রহমান মুন্না, ইউপি সদস্য রজলুর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সদস্য আনিচুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদার প্রমূখ।