ভান্ডারিয়া পূর্ব শত্রুতার জেরে দুই জনকে পিটিয়ে জখম
- আপডেট সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— ভান্ডারিয়া থানাধীন উত্তর শিয়ালকাঠি গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এতে আহতরা হলেন উওর শিয়াল কাঠী গ্রামের ছগীর হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম (৪০) ও তার ছেলে সাগর (২০)।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত সূত্রে জানা গেছে,ছগির হাওলাদারের স্ত্রী কুলসুম বেগমকে বিভিন্ন সময় আজে বাজে ভাসায় গালিগালাজ করে পার্শ্ববর্তী হাবিব খাঁ।এনিয়ে ছগীর হাওলাদার একাধিকবার বারণ করলেও তাতে তোয়াক্কা করে না হাবিব খাঁ।
আজ শুক্রবার দুপুর ১ টার সময় কুলসুম বেগমকে দেখে হাবিব খাঁ পুনরায় আজেবাজে ভাষায় গালিগালাজ শুরু করে।এ সময় কুলসুম বেগম তাতে প্রতিবাদ করলে হাবিব খাঁ তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
এ সময় কুলসুম বেগমের ছেলে সাগর তার মাকে বাঁচাতে গেলে হাবিব খাঁ তাকেও ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে।পরে আহত ডাক চিৎকারে স্থানীয় ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে আহত সাগর শেবাচিমের অর্থপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলাদের প্রস্তুতি চলছে।