সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাহাদ সুমন
- আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি — বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কচুয়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৮ এপ্রিল রোববার সকালে বানারীপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বরিশালে আদালতে পাঠানো হয়।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে কচুয়া গ্রামের রতন আলী সরদারের পুত্র সোলায়মান সরদার (২৮) এবং সৈয়দকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক ঘরামীর পুত্র উজ্জ্বল ঘরামীকে গাঁজাসহ শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে চিহৃিত এই মাদক বিক্রেতাদের গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বরিশাল ডিবি পুলিশকে সাধুবাদ জানিয়েছে।