ভান্ডারিয়া কাঠালিয়া সীমান্ত থেকে অটো চালকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠী উপজেলার কাঠালিয়া সিমান্ত এলাকার বলতলা সরদার বাড়ির সংলগ্ন রাস্তার পাশ থেকে সোমবার (২৯ মে) দুপুরের দিকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারনা করছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাপজপাশা গ্রামের কালাম হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার (২২)। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। নিহতের মামা নাসির হাওলাদার জানায়, কাওসার বাড়িতে থেকে ২ বছর অটোরিকশা চালাতেন। রবিবার সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি যায়। এরপর রাত ৮ টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে বাড়ি ফিরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে সোমবার সকালে এলাকাবাসী ভান্ডারিয়া ও কাঠালিয়া সিমান্ত এলাকার বলতলা রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করেছেন। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা রবিবার দিবাগত রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে তার অটোরিকশাটি লুট করে নিয়ে গেছে। কাঠালিয়া থানার আফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।