বরিশাল ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬ রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ডিম মাংসের পর নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাসও উজিরপুরে জেলেদের মাঝে চাল বিতরন শুরু মঠবাড়িয়ায় হার পাওয়ার প্রকল্পের ফ্রীল্যান্সিং ২৫ প্রশিক্ষনার্থী পেল ল্যাপটপ উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ রাজাপুর অফিসার্স কল্যান ক্লাবের পক্ষ থেকে ওসি আতাউরকে বিদায়ী সংবর্ধণা ঝালকাঠিতে আদালতের নথিপত্র জালিয়াতির দায়ে আক্কাস সিকদারকে শোকজ টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর উজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ টি ল্যাপটপ চুরি

মাদারীপুরে চাচা-ভাতিজার লড়াই, জমজমাট ইউপি নির্বাচনী মাঠ

বাবুল রায়
  • আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি— মাদারীপুরে জমে উঠেছে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চাচাতো চাচা পাভেলুর রহমান শফিন খান। আসিবুর রহমান খান কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য, অপরদিকে পাভেলুর রহমান শফিক খান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মাদারীপুরে জমে উঠেছে সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রাম সবখানেই ছেয়ে গেছে পোস্টার-ব্যানার ও ফেস্টুন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। চায়ের দোকানেও চলছে আলোচনা। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আসিবুর রহমান খান আনারস প্রতীকে ও পাভেলুর রহমান শফিক খান মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এইচ এম মনিরুজ্জামান আক্তার উড়োজাহাজ, মনিরুল ইসলাম ভুইয়া তালা চাবি ও মো. বোরহান উদ্দিন বিতান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডেইজি আফরোজ সেলাই মেশিন, ফারজানা নাজনীন ফুটবল, ফারিয়া হাসান রাখি হাঁস, মোসা. তাজনাহার পেয়েছেন কলস ও হেনা খানম প্রজাপতি নিয়ে লড়ছেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, ‘এরইমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে কমিশন। নির্বাচনী আচরণবিধি মানতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে।’ মাদারীপুর জেলা নির্বাচন সূত্র জানায়, ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন। আর ৫ জন রয়েছে হিজড়া ভোটার। এখানে ১১৭টি ভোটকেন্দ্রে ৭৯৪টি বুথে ভোট দিবেন প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে চাচা-ভাতিজার লড়াই, জমজমাট ইউপি নির্বাচনী মাঠ

আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

মাদারীপুর প্রতিনিধি— মাদারীপুরে জমে উঠেছে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চাচাতো চাচা পাভেলুর রহমান শফিন খান। আসিবুর রহমান খান কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য, অপরদিকে পাভেলুর রহমান শফিক খান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মাদারীপুরে জমে উঠেছে সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রাম সবখানেই ছেয়ে গেছে পোস্টার-ব্যানার ও ফেস্টুন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। চায়ের দোকানেও চলছে আলোচনা। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আসিবুর রহমান খান আনারস প্রতীকে ও পাভেলুর রহমান শফিক খান মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এইচ এম মনিরুজ্জামান আক্তার উড়োজাহাজ, মনিরুল ইসলাম ভুইয়া তালা চাবি ও মো. বোরহান উদ্দিন বিতান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডেইজি আফরোজ সেলাই মেশিন, ফারজানা নাজনীন ফুটবল, ফারিয়া হাসান রাখি হাঁস, মোসা. তাজনাহার পেয়েছেন কলস ও হেনা খানম প্রজাপতি নিয়ে লড়ছেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, ‘এরইমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে কমিশন। নির্বাচনী আচরণবিধি মানতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে।’ মাদারীপুর জেলা নির্বাচন সূত্র জানায়, ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন। আর ৫ জন রয়েছে হিজড়া ভোটার। এখানে ১১৭টি ভোটকেন্দ্রে ৭৯৪টি বুথে ভোট দিবেন প্রার্থীরা।