আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ
- আপডেট সময় : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন এক বিএনপি নেতা। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শুক্রবার (৩ মে) আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নিজ বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি। দুধে গোসল করা বিএনপি নেতার নাম কেএম রেজাউল ফয়েজ রেজা। তিনি উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। দুধ দিয়ে গোসল করার সময় বিএনপি নেতা ফয়েজ রেজা সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দলের সঙ্গে ছিলাম। এটা একটি ব্যবসায়ীক দল। এটা কোন রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করছি।’ দুধ দিয়ে গোসল করার খবরে এলাকায় সৃষ্টি চাঞ্চল্যের। তার বাড়িতে ভিড় জমান স্থানীয়রা। গোসলের আগে তিনি সংবাদ সম্মেলন দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে দলের নীতি, আদর্শ আর নেতাদের উদাসীনতা, অদক্ষতার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দেন।