উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করেন: এমপি রাশেদ খান মেনন
- আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর কর্তৃক আয়োজিত দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে উপকরন ও জাল বিতরন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। ৪ মে শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৭ নং বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান,মোঃ ইউছুব হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের শ্রেনী পেশার মানুষ।এ সময় ২০ পরিবারের মাঝে ৪০ টি ছাগল, ছাগলের ঘর ও প্রতি গ্রুপে ৫ জনের মোট ৪০ জনকে ৮ টি বৈধ জাল বিতরণ করেন।