বরিশাল ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ও বাইকে অগ্নিসংযোগ, ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ বরিশালে পুলিশ বক্সে হামলা অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আক্রমণ না করার শর্তে ববি ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি উজিরপুরে কোটা বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলায় কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাবা মুক্তিযোদ্ধা না তবু ও কোটায় চাকরি তিন ছেলের যমুনা গ্রুপের চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ভোলায় হাসপাতালে লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন, স্বজনদের দাবি হত্যা নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

বানারীপাড়ায় মেয়ের ধর্ষনকারীর বিচার চেয়ে পিতা-মাতার মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি— মেয়ের ধর্ষনকারীর বিচার চেয়ে পিতা-মাতা মানববন্ধন করেছে। আর এ মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে। ৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশালের বানারীপাড়া পৌর।শহরের বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  জানাগেছে, ধর্ষনের শীকার অর্ণপন্যা (ছদ্দনাম) অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ধর্ষনকারী মো. আলী হোসেন (১৯) তারা আপন চাচাতো ভাই-বোন।বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের একই বাড়িতে পাশাপাশি বসবাস করে। অর্ণপন্যার পিতা আনিছুর রহমান খলিফা একজন রিক্সা চালক। আর আলি হোসেনের পিতা মো. মাহবুব খলিফা বড় ব্যাবসায়ী। আনিছুর রহমানের বসত ঘরে গোসলখানা না থাকায়, অর্ণপন্যার পরিবারের সকলেই আলি হোসেনদের গোসলখানা ব্যবহার করতো। এই সুযোগকে কাজে লাগিয়ে আলি হোসোন অর্ণপন্যার গোসলের দৃশ্য এ্যান্ড্রোয়েট মুঠোফোনে ধারণ করে রাখে।  পরে ১৪ মার্চ দুপুরে অর্ণপন্যা গোসল করতে গেলে আলি হোসেন ওই ভিডিও তাকে দেখিয়ে সেক্স করার জন্য বলে, না হয় মোবাইলে পোষ্ট করে দেয়ার কথা বলে। এতে মেয়েটি রাজি না হওয়ায় গোসলখানায় গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে আপন চাচাতো ভাই আলি হোসেন। অর্ণপন্যার সাথে হয়ে যাওয়া ঘটনা তার পিতা-মাতাকে জানায় সে। পরে আলি হোসেনের পিতা প্রভাবশালী ব্যবসায়ী মাহবুব খলিফার কাছে বললে, সেসহ তার স্ত্রী উল্টো তাদের হুমকি-ধামকি দিয়ে এখানেই সব ঘটনার সম্পাপ্তি করতে হুশিয়ারি দেয়। এরপরে সকল আত্বিয়-স্বজনদের কাছে বলার কারণে মাহাবুব গণেরা আনিছুর রহমান খলিফাসহ তার বিরুদ্ধে যাওয়া সকলকে দেখে নেয়ার ও খুন জখমের হুমকি দিতে থাকে।  এতে ভীত হয়ে অর্ণপন্যার মা লাকী বেগম (৩৬) বাদী হয়ে বানারীপাড়া থানায় ২৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ আদালতে পাঠায়। গেপ্তারের মাত্র কয়েক দিনের মাথায় আসামী জামিনে মুক্তিতে আসে।  এখন বাদীর পরিবার, অন্য আত্বিয়-স্বজন, মামলার স্বাক্ষীদের পূণরায় খুন-জখমের হুমকী দিচ্ছে অভিযুক্ত আলি হোসেনের পিতা মাহবুব খলিফা। এতে ওই অসহায় পরিবারটি ভীতিকর পরিস্থিতিতে রয়েছে বলে জানায়। এর থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে বলেও জানায় অর্ণপন্যার পিতা আনিছুর রহমান ওরফে পনির খলিফা ও মাতা লাকী বেগম।  এদিকে, এই আলি হোসেন এর আগেও স্বামী পরিত্যাক্তা একজন প্রতিবন্ধী নারী (৪০) কে ধর্ষন করে। পরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ৭ মাস ১৫ দিনের মৃত সন্তান প্রসব করে। এ বিষয়েও ২০২৩ সালের ১০ অক্টোবর  বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলো ভিকটিমের পিতা মজনু শেখ। মামলা নং-৩।  স্থানীয়রা জানায়, আলি হোসেন একজন মাদকাসক্ত ও লম্পট প্রকৃতির লোক। তার ভয়ে স্কুল-কলেজে যেতে ভয়ে থাকেন তাদের সন্তানরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মেয়ের ধর্ষনকারীর বিচার চেয়ে পিতা-মাতার মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি— মেয়ের ধর্ষনকারীর বিচার চেয়ে পিতা-মাতা মানববন্ধন করেছে। আর এ মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে। ৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশালের বানারীপাড়া পৌর।শহরের বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  জানাগেছে, ধর্ষনের শীকার অর্ণপন্যা (ছদ্দনাম) অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ধর্ষনকারী মো. আলী হোসেন (১৯) তারা আপন চাচাতো ভাই-বোন।বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের একই বাড়িতে পাশাপাশি বসবাস করে। অর্ণপন্যার পিতা আনিছুর রহমান খলিফা একজন রিক্সা চালক। আর আলি হোসেনের পিতা মো. মাহবুব খলিফা বড় ব্যাবসায়ী। আনিছুর রহমানের বসত ঘরে গোসলখানা না থাকায়, অর্ণপন্যার পরিবারের সকলেই আলি হোসেনদের গোসলখানা ব্যবহার করতো। এই সুযোগকে কাজে লাগিয়ে আলি হোসোন অর্ণপন্যার গোসলের দৃশ্য এ্যান্ড্রোয়েট মুঠোফোনে ধারণ করে রাখে।  পরে ১৪ মার্চ দুপুরে অর্ণপন্যা গোসল করতে গেলে আলি হোসেন ওই ভিডিও তাকে দেখিয়ে সেক্স করার জন্য বলে, না হয় মোবাইলে পোষ্ট করে দেয়ার কথা বলে। এতে মেয়েটি রাজি না হওয়ায় গোসলখানায় গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে আপন চাচাতো ভাই আলি হোসেন। অর্ণপন্যার সাথে হয়ে যাওয়া ঘটনা তার পিতা-মাতাকে জানায় সে। পরে আলি হোসেনের পিতা প্রভাবশালী ব্যবসায়ী মাহবুব খলিফার কাছে বললে, সেসহ তার স্ত্রী উল্টো তাদের হুমকি-ধামকি দিয়ে এখানেই সব ঘটনার সম্পাপ্তি করতে হুশিয়ারি দেয়। এরপরে সকল আত্বিয়-স্বজনদের কাছে বলার কারণে মাহাবুব গণেরা আনিছুর রহমান খলিফাসহ তার বিরুদ্ধে যাওয়া সকলকে দেখে নেয়ার ও খুন জখমের হুমকি দিতে থাকে।  এতে ভীত হয়ে অর্ণপন্যার মা লাকী বেগম (৩৬) বাদী হয়ে বানারীপাড়া থানায় ২৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ আদালতে পাঠায়। গেপ্তারের মাত্র কয়েক দিনের মাথায় আসামী জামিনে মুক্তিতে আসে।  এখন বাদীর পরিবার, অন্য আত্বিয়-স্বজন, মামলার স্বাক্ষীদের পূণরায় খুন-জখমের হুমকী দিচ্ছে অভিযুক্ত আলি হোসেনের পিতা মাহবুব খলিফা। এতে ওই অসহায় পরিবারটি ভীতিকর পরিস্থিতিতে রয়েছে বলে জানায়। এর থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে বলেও জানায় অর্ণপন্যার পিতা আনিছুর রহমান ওরফে পনির খলিফা ও মাতা লাকী বেগম।  এদিকে, এই আলি হোসেন এর আগেও স্বামী পরিত্যাক্তা একজন প্রতিবন্ধী নারী (৪০) কে ধর্ষন করে। পরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ৭ মাস ১৫ দিনের মৃত সন্তান প্রসব করে। এ বিষয়েও ২০২৩ সালের ১০ অক্টোবর  বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলো ভিকটিমের পিতা মজনু শেখ। মামলা নং-৩।  স্থানীয়রা জানায়, আলি হোসেন একজন মাদকাসক্ত ও লম্পট প্রকৃতির লোক। তার ভয়ে স্কুল-কলেজে যেতে ভয়ে থাকেন তাদের সন্তানরা।