তালতলী উপজেলা নির্বাচনে সহিংসতা, গণমাধ্যমে বক্তব্যকে কেন্দ্র করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি— বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রতিহিংসার স্বীকার মনির হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একাধিক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে দেশ ব্যাপি।
এই বিষয় নিয়ে তালতলীর খোট্টারচর এলাকার মৃত চানু চৌকিদারের একমাত্র ছেলে মোঃ মনির হোসেন গণমাধ্যমে বক্তব্য দিলে তার জীবনে নেমে আসে চরম দূর্ভোগ। প্রতিনিয়ত হত্যার হুমকি, মামলা হামলার ভয় এবং শেষ পর্যন্ত গত ১০মে রাত সাড়ে আটটার দিকে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দারের কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ তোলেন মনির হোসেন।
ভুক্তভোগী মনির হোসেন বলেন, বক্তব্য প্রকাশ পেলে রেজবি উল কবির জমাদ্দার আমাকে তার বাসায় ডেকে হুমকি ধামকি দেয়। পরে সুযোগ বুঝে ফাঁকা বাড়ি পেয়ে তার সমর্থকরা আমার বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আমি এখন পথে বসে গেছি।
এ বিষয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার এসব অভিযোগ অস্বীকার করে বলেন,আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেও প্রতিপন্ন করার জন্য নানা ষড়যন্ত্র করছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
এর আগে তালতলীর ৪ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হলে সারাদেশ ব্যাপি নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষের মুখে মুখে এখন ওই ভিডিও নিয়ে চলছে আলোচনা সমালোচনা।