সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী পুরান বাজার আখড়া বাড়ির সর্বজন শ্রদ্ধেয় পুরহিত শ্রী শরৎ চক্রবর্তী আর নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
রিপন কুমার দাস, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভার পুরান বাজার আখড়া বাড়ির মদন মোহন জিউর মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শরৎ চক্রবর্তী ইহলোক ত্যাগ করেছেন (দিব্যান লোকান স্ব- গচ্ছতু)।
শনিবার দিবাগত রবিবার রাত ১২.৫৬ মিনিটের সময় পুরান বাজার আখড়া বাড়ির মদন মোহন জিউর মন্দির সংলগ্ন বাসায় প্রধান পুরোহিত শ্রী শরৎ চক্রবর্তী ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, এক সন্তান সহ বহু বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুরান বাজার এলাকায় ও তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।আজ দুপুর ১২ টায় পৌর শশ্মানে তার সৎকার সম্পন্ন করা হয়।
শ্রী শরৎ চক্রবর্তী’র বিদেহী আত্মার শান্তি ও গোলকধাম প্রাপ্তর জন্য সকলের নিকট আর্শীবাদ চেয়েছেন তার পরিবার।