অবৈধ পিস্তলসহ বেতাগী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক
- আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুকে অবৈধ পিস্তলসহ আটক করেছে পুলিশ। এ সময় সজীব নামে আরও একজনকে আটক করা হয়।
সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাসেল স্কয়ার নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু তার নির্বাচনী প্রচারণায় একটি গাড়িতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজার নামক এলাকায় উঠান বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার রাসেল স্কয়ার এলাকায় তার গাড়িটি তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে পুরাতন কাপড়ে মোড়ানো একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও গাড়ি চালক সজীবকে আটক করা হয়।
ওসি মো. মাহবুবুর রহমান বরিশাল সময় নিউজকে বলেন, উদ্ধারকৃত পিস্তলের লাইসেন্স দেখতে চাইলে নাহিদ মাহমুদ হোসেন লিটু তা দেখাতে পারেননি। তবে তার কাছে একটি শর্টগানের লাইসেন্স ছিল। পরে গাড়িতে লাইসেন্স ছাড়া পিস্তলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চালক সজীবসহ তাকে আটক করা হয়।