সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
মোঃ মইনুল হোসেন, ভান্ডারিয়া— পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন টেকাব (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস ( মে- জুন) মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) যুগ্ম সচিব মোঃ মানিকহার রহমান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলার ডেপুটি কো – অর্ডিনেটর মোঃ রেজাউল হক, টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী, প্রশিক্ষার্থী শফিকুল ইসলাম প্রমুখ।