পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর কথা না শোনায় মারধরের অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর কথা না শোনায় মারধরের অভিযোগ করেছে এক ভুক্তভুগি পরিবার।
শনিবার (১৮ মে) আনুমানিক দুপুর সারে বারোটার দিকে পটুয়াখালী শহরের পৌর এলাকার ১ নং ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকায় এমনি এক ঘটনা ঘটেছে।জানাযায়, ১৭ মে রাতে মো : সেলিম নামের এক মাদক ব্যবসায়ীর মাদক রাখার কাজে সহায়তা না করায় ভুক্তভোগী পরিবারের মো: আলীম নামের একজনকে রাস্তায় ডেকে নিয়ে মো : সেলিম ও তার ছেলে মো: মিরাজ, মো: মহাসিন সহ অজ্ঞাত নামা আরো লোক জন নিয়ে মারধর করে জখম করেছে।এমতাবস্থায় মো: আলীমের স্ত্রী ও পরিবারের লোকজন আসলে তাদেরকেও মারধর করে জখম করেছে বলে জানাযায়। জখমকৃতদের মধ্যে আলীমের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও অন্যান্যদের তাৎক্ষণিকভাবে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
সরেজমিনে জানা যায় মো: সেলিমে পরিবারের লোক জন এলাকায় দীর্ঘদিন মাদকের ব্যবসা করে আসছে।নাম প্রকশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান সন্ধ্যার পরে এলাকায় মাদকের জোন তৈরি হয়।বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে মাদকদ্রব্য কিনতে আসে।এ এলাকায় মাদক মো : সেলিমের পরিবারের লোকজন দীর্ঘদিন দাপটের সহিত এ ব্যবসা করে আসছে।
এবিষয়ে ভুক্তভোগী পরিবার পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেন।