তালতলীতে সংবাদ সংগ্রহের সময় প্রধান শিক্ষকের হাতে সাংবাদিক লাঞ্ছিত
- আপডেট সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
তালতলী উপজেলা প্রতিনিধি— বরগুনার তালতলী উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নয়াভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কর্তৃক সংবাদকর্মী লাঞ্ছিত হবার ঘটনা ঘটছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসেঞ্জারে একটি অডিও ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় উঠে নিন্দার ঝড়।
বৃহস্পতিবার (২৩মে) সকাল ১২ টার সময় উপজেলার নয়াভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এসময় দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ নাঈম ইসলাম কে লাঞ্ছিত করেন নয়াভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
এই বিষয়ে নাঈম ইসলাম জানান, অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে তালতলী উপজেলার নয়াভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নিকট গেলে তিনি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই বিষয়ে নয়াভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।