পটুয়াখালীতে রেমালে প্লাবিত এলাকা থেকে বোন কে বাচাতে ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
রিপন কুমার দাস, পটুয়াখালী : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত এলাকা থেকে আটকে পড়া বোনকে বাচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত এলাকা বোন আটকে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে ভাই মোঃ শরিফুল ইসলামের (২৪) মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতঃ শরিফুল ইসলাম অনন্ত পাড়া এলাকার আবদুর রহিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর ১২টার দিকে অনন্তপাড়া থেকে শরিফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। এ সময় জোয়ারের পানিতে কাউয়ারচর এলাকা ২ থেকে ৩ ফুটের অধিক পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে শরিফ হারিয়ে যায়। পরে এক থেকে দের ঘণ্টা সন্ধানের পর ওই স্থান থেকে শরিফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বরিশাল সময় নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।