বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ করেন: এমপি মুকুল
- আপডেট সময় : ০৮:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন— ঘূর্ণিঝড় রিমালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর, কুতুবা ও হাসাননগর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণকার্য বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এছাড়াও দুপুরের দিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ গংগাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। ।ঘূর্ণিঝড় রিমালে ঘর চাপা পড়ে নিহত পরিবারকে নিজস্ব তহবিল থেকে অনুদান প্রধান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, গংগাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম রিয়াজ মিয়া, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া, সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা স্থানীয় আওয়ামী লীগরে নেতা ও কর্মীরা