বিজয়ী ফলাফলে নেতাকর্মীদের অতিউৎসাহিত না হওয়ার জন্য নির্দেশ দেন নব নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল
- আপডেট সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
শহিদুল ইসলাম; উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ফলাফলে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনপ্রিয় নেতা মো. হাফিজুর রহমান ইকবাল। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন মহিলা আওয়ামী লীগের নেত্রী এ্যাড. মোরসেদা পারভীন। যা নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।
এব্যাপারে বার বার নির্বাচিত স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল বলেন, ফলাফল পেয়ে সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং আমার অভিভাবক তথা দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অবিভাবক মাননীয়( মন্ত্রী), বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি। সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি’ কে ধন্যবাদ জ্ঞাপন করি তারা সব সময় আমার পাশে ছিলেন। সময়ে অসময়ে আমার সাথে দিন রাত এক করে যারা আমাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করেছেন আমার প্রাণের কর্মীবৃন্দকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা জানাই, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আমার প্রাণ প্রিয় উজিরপুরবাসীকে।
তিনি আরো বলেন, সত্য সত্যই রয়ে যায়, মিথ্যা দিয়ে যেমনি সত্যকে ঢাকা যায় না, ঠিক তেমনি গভীর অন্ধকার রাত কাটানোর পরে সকালে সূর্য উদিওমান হবে এটাও কিন্তু চিরন্তন সত্য। তাই আমি আমার সকল নেতাকর্মীদের বলতে চাই, নির্বাচনে আমরা জনগণের রায় পেয়েছি আমরা আর কিছু চাই না। দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অবিভাবকের আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ নির্দেশ মতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ভাল-মন্দ সবাই আমরা এই মাটির সন্তান, একই এলাকায় আমরা সকলের মিলেমিশে বসবাস করবো। যার যে কাজ সে করবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখাতে কোন বিশৃঙ্খলা করা যাবে না। আর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড়া দেওয়া হবেনা।
এব্যপারে উপজেলা আওয়ামী লীগ জানান, আওয়ামী লীগকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।
অন্যদিকে এবিষয়ে জনমতে ও সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্মীদের কাজ কর্মেই নেতার উত্থান পতন হয়। ইকবাল চেয়ারম্যান হোঁচট খেয়েও যখন ঘুরে দারিয়েছে, তখন কর্মফল ভালো হলে ভবিষ্যতেও আরো বড় আশা বাস্তবায়নের সম্ভাবনা আছে। তাই জনগণের ভোটের মূল্য পরিশোধ করতে জনগণকে খুশি রাখতে হবে।