আহ্বায়ক একলাস হোসেন মুন্না, সদস্য সচিব আল আমিন
নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
{"data":{"pictureId":"ae99e34e32ee4c61b0a16cf7ed9f7e95","appversion":"3.9.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}
নিজস্ব প্রতিবেদক— নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের যুবদলের ৩১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন, সি: যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লাবলু ও সদস্য সচিব পলাশ সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক একলাস হোসেন মুন্না, সদস্য সচিব আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুশফিকুর রহিম, যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ হাওলাদার, মোঃ সুমন হাওলাদার, মোঃ জাহিদ হাওলাদার, মোঃ আল আমিন হাওলাদার, মোঃ নাসির কাজী, মোঃ জহিরুল ইসলাম তালুকদার, মোঃ রেজা তুহিন, মনির মাঝী, মোঃ সজল মীর।
সদস্য মোঃ আশিকুর রহমান সুজন, মোঃ দুলাল খতিব, মোঃ মিঠু মল্লিক, মোঃ নাছির হাওলাদার, মোঃ রাজিব জোমাদ্দার, মোঃ মনির হাওলাদার, মোঃ হারুন হাওলাদার, মোঃ ইলিয়াস হাওলাদার, মোঃ রফিক হাওলাদার, মোঃ রফিক মীর, মোঃ রিপন হাওলাদার, মোঃ শাহিন খান, মোঃ জুয়েল হাওলাদার, মোঃ আফজাল প্যাদা, মোঃ হক হাওলাদার, আল মিজান, মোঃ রুবেল গাজী, মোঃ জাহাঙ্গীর বয়াতী, মোঃ আল আমিন হাওলাদার।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন সফলের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।