সংবাদ শিরোনাম ::
উজিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিটি গঠন
মোঃ জুনায়েদ খান সিয়াম
- আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট এই কমিটি গঠন করা হয়।
সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে উজিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে এই কমিটি কাজ করবে। আমরা শতাধিক সদস্য নিয়ে কমিটি গঠন করেছি। পৌরসভার গুরুত্ব পুর্ন মসজিদ মন্দির সহ জনগনের নিরাপত্তা দিতে আমরা সর্বদা মাঠে আছি। এলাকার দায়িত্বশীল নাগরিকদের পরামর্শ ও সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।, আমাদের এলাকার মানুষ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলে। তারপরও উদ্ভূত পরিস্থিতিতে কেউ যাতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সেদিকে আমরা দৃষ্টি রাখবো।