মির্জাগঞ্জে শান্তি-শৃংখলা ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার— বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সফল বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সর্বস্তরে শান্তি -শৃংখলা ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক, সম্পাদক মাওলানা মোঃ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক হোসেন শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের সমন্বয়ক মোঃ শহীদুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মাহাবুবুর রহমান টিটু ও মোঃ সাইফুল ইসলাম, প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুবিদখালী বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু – বৌদ্ধ্য -খ্রিষ্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।