ভোলায় ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি— “ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা ও অনুষ্ঠিত হয় অদ্য ১৩/০৮/২০২৪ ইং রোজ মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ ভোলার আয়োজনে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে (০৫-০৮-২০২৪ থেকে ১১-০৮-২০২৪) পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নৌ-বাহিনীর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয় সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।